হাসপাতালে অক্সিজেন না থাকায় বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার (২১ আগস্ট) ওই বৃদ্ধার মৃত্যু হয়। নিহত বৃদ্ধার নাম লুৎফুন্নেছা (৬০)। সে কলারোয়া উপজেলার গোপিনাথপুর গ্রামের আশরাফ আলীর স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ শ্বাস কষ্টে ভুগছিলেন লুৎফুন্নেছা। গত বুধবার (২১ আগস্ট) বিকাল থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির ক্রমাগত তার অবস্থার অবনতি ঘটতে থাকে। সেই মুহূর্তে তাৎক্ষণিক চিকিৎসা হিসাবে শ্বাস কষ্টের এ রোগীর জন্য অক্সিজেন দেয়া জরুরি হয়ে পড়লেও স্বাস্থ্য-কমপ্লেক্সে দেওয়ার মত কোন অক্সিজেন না থাকায় খুবই মুমূর্ষু অবস্থায় মহিলা ওয়ার্ডের ২২ নং বেডেই মৃত্যুবরণ করেন অসুস্থ লুৎফুন্নেছা।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহাদী আল মাসুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই রোগীকে সন্ধ্যার দিকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেয়। কিন্তু তার পরিবারের সদস্যরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, রোগী শ্বাসকষ্টের কারণে মারা যাননি। তিনি দীর্ঘদিন যাবৎ হার্টের সমস্যায় ভুগছিলেন এবং এর জন্য ওষুধও ঠিকমতো খেতেন না। ওই হার্টের সমস্যার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে সেই মুহুর্তে অক্সিজেন দেওয়া দরকার ছিলো কিন্তু হাসপাতালের কোথাও অক্সিজেন না থাকায় দেওয়া সম্ভব হয়নি।
Leave a Reply