খুলনা মহানগরীর বয়রা বাজারে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ফারুক স্টোরকে ৩ হাজার টাকা এবং অপর একটি দোকান মেসার্স আয়েশা এন্টারপ্রাইজ কে ৫শ টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত।
রবিবার (২২ মার্চ) নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে বাজার মনিটরিং করতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জেলা প্রশসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাসেল ইসলাম নূর ও নূরী তাসমিন ঊর্মি।
ম্যাজিস্ট্রেট এস. এম. রাসেল ইসলাম নূর বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বয়রা কাঁচা বাজারে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ফারুক স্টোরকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এবং দ্রব্যমূল্য তালিকা না থাকায় মেসার্স আয়েশা এন্টারপ্রাইজ কে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার্থে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’
Leave a Reply