যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে গদখালী ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে স্বপ্নের ফাইনালে নিশ্চিত করেছে ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদ একাদশ।
শনিবার (০৭ সেপ্টেম্বর) বিকালে ঐতিহ্যবাহী ঝিকরগাছা বিএম হাইস্কুলে মাঠে শেষ সেমিফাইনালে ঝিকরগাছা সদর ইউনিয়নের মুখোমুখি হয় গদখালী ইউনিয়ন পরিষদ একাদশ। খেলা শুরুর মাত্র ৩ মিনিটের মাথায় ঝিকরগাছাসদর ইউনিয়ন পরিষদ একাদশের ৯নং জার্সি পরিহিত মোহাম্মদ রানার বানিয়ে দেয়া বলে পা লায়িয়ে দলনেতা ১০ নং জার্সি পরিহিত আরিফ খাঁন জয় গোল করে দলকে এগিয়ে নেয়।
এরপর খেলার ২৬ মিনিটে ৭নং খেলোয়ার রাহাতের বানিয়ে দেয়া বল থেকে দ্বিতীয় গোলের দেখা পাই আরিফ খাঁন জয়। ২-০ গোলে প্রথমাদ্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়াদ্ধের তীব্র প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ খেলায় গদখালী ইউনিয়ন একাদশ বেশ কয়েকবার সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি।
অপরদিকে দ্বিতীয়াদ্ধের ৩২ মিনিটে সেই ৯নং জার্সি পরিহিত মোহাম্মদ রানার বানিয়ে দেয়া বল থেকে তৃতীয় গোল পায় ঝিকরগাছাসদর ইউনিয়ন একাদশের ৭নং জার্সি পরিহিত রাহাত। ফলে ৩-০ গোলেই খেলার শেষবাসি বাজায় রেফরী হুমায়ুন কবীর।
এদিন গ্যালারীতে বসে খেলা উপভোগ করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পি, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরবআলী, ঝিকরগাছাসদর ইউপি চেয়ারম্যান আমির হোসেন, গদখালী ইউপি চেয়ারম্যান মাস্টার মিজানুর রহমান, বাঁকড়া ইউপি চেয়ারম্যান নিছার আলী, জাইকা প্রতিনিধি দুলাল চন্দ্র, ইউএনও প্রতিনিধি সিএ ইমদাদুল হক ইমদাদ, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক মহিউদ্দিন বিল্লাহ রুনু, মোস্তাফিজুর রহমান কামাল, খাইরুল হুদা রাসেল, সাবেক অনুর্ধ্ব ২৩ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক মোস্তাফিজুর রহমান মুন্না, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক শাহাদৎ হোসেন, আরিফুজ্জামান সন্টু, কৃষ্ণ ঘোষ, আব্দুর রহিম মৃধা, নাজমুল কবির শোভন প্রমুখ।
খেলা পরিচালনা করেন, হুমায়ুন কবীর, মিজানুর রহমান, বশির আহম্মেদ ও তাজ উদ্দিন । ধারাভাষ্যে ছিলেন, শামিম কবির রনি, ডা. আবু রায়হান রাজ ও সিরাজুল ইসলাম বাঙ্গালী ।
আগামী ১০ সেপ্টেম্বর বিকাল ৩টায় ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্ব›দ্বীতা করবে শক্তিশালী ৬নং ঝিকরগাছাসদর ইউনিয়ন বনাম ১১নং বাঁকড়া ইউনিয়ন পরিষদ একাদশ।
Leave a Reply