জাতীয় সমাজতান্ত্রিক দল-‘জেএসডি’র সহ-সভাপতি মিসেস তানিয়া রব বলেছেন, এক সাগর রক্তে জন্ম নেয়া রাষ্ট্র ক্রমাগত দলীয় স্বৈরাচার, সামরিক স্বৈরাচার ও অপরাজনীতির তান্ডবে এখন লন্ডভন্ড-মুক্তিযুদ্ধের চেতনা এখন পরিত্যক্ত। শুধুমাত্র ক্ষমতা দীর্ঘায়িত করার স্বার্থে রাষ্ট্রের তিনটি প্রতিষ্ঠানকেই ক্ষত-বিক্ষত করেছে, রাষ্ট্রের মৌলিক স্তম্ভকে নড়বড়ে করে দিয়েছে। ফলে জাতীয় রাজনীতিতে চরম নৈতিক অবক্ষয় ঘটেছে। শুক্রবার (০৪ অক্টোবর) বিকেল ৩ টায় জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর পূর্ব কর্তৃক আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হত্যা-গুম-খুন, দুর্নীতি-লুটপাট সব সহনীয় পর্যায়ে নিয়ে এসেছে দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে। জাতীয় চেতনা-সংস্কৃতি-মূল্যবোধ সবকিছু ধ্বংস হচ্ছে অসত্যের ধাপটে। রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠনের এতো অবাধ সুযোগ-রাষ্ট্রীয় আনুকুল্যে দানব তৈরীর এতো মহরত বিশ্বের কোন দেশে নেই। দুর্নীতি-গুম-খুন-লুন্ঠন এবং রাতের আঁধারে ভোট ডাকাতি ইত্যাদি প্রশ্নে ‘রোল মডেল’ হওয়া মুক্তিযুদ্ধের রাষ্ট্রের জন্য কোন সম্মানজনক নয়।
মহানগর পূর্বের সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেএসডি যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, আবদুর রাজ্জাক রাজা, মহানগর দক্ষিণ এর সভাপতি মোশাররফ হোসেন, কামরুল হুদা লাভলু, আনিসা রত্না, ছাত্রলীগ এর আহবায়ক তৌহিদ উজ জামান পীরাচা প্রমুখ।।
সভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক হাজী মো. আখতার হোসেন ভূঁইয়া।
Leave a Reply