শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে দেশ। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রতিটা মানুষের পেটে ভাত, কাপড়, ঘরে ঘরে বিদ্যুৎ, হাতে মোবাইল ফোন আছে। রাস্তা ঘাটের উন্নয়নে গ্রামের বাড়িতে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেটের ওসমানীনগর উপজেলায় ওসমানী উচ্চ বিদ্যালয়ে বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের চেয়ারপারসন রবিন পাল। প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান।
মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ সামাদ চৌধুরী কয়েছ, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
Leave a Reply