গৃহবন্দি থাকা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের (জম্মু-কাশ্মীর) সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ অবশেষে মুক্তি পেয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) তার মুক্তির ঘোষণা দেয় ভারতীয় কর্তৃপক্ষ। অবশ্য এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত বছরের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে মোদী সরকার। তখন থেকেই গৃহবন্দি ছিলেন অঞ্চলটির সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। অবশেষে ৭ মাস পর মুক্তি পেলেন তিনি।
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর অঞ্চলটিতে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়। বিতর্কিত জননিরাপত্তা আইনে বন্দি করা হয় ফারুক আবদুল্লাহ-সহ একাধিক নেতাকে। এই তালিকায় রয়েছেন তার ছেলে ও জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং আরও এক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
ফারুক আবদুল্লাহর মুক্তির পর তার মেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি লিখেন- ‘আমার বাবা আবারও মুক্ত’। এ দিকে জম্মু-কাশ্মীরের সাবেক আরও দুই মুখ্যমন্ত্রীর মুক্তি চেয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
মমতা ব্যানার্জী তার টুইট বার্তায় লিখেছেন- জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আমি। তার মতো বাকি দুই সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকেও মুক্তি দেওয়া হোক।
Leave a Reply