ভারত থেকে বিনা পাসপোর্টে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের সোনাই নদীর পাড় থেকে তাকে আটক করা হয়।
আটক বাংলাদেশী নাগরিকের নাম মোঃ মাছুম বিল্লাহ (৩৫)। সে যশোর জেলার কেশবপুর থানার সাবদীয়া গ্রামের মোঃ জবেদ আলীর পুত্র।
বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের সোনাই নদী পার হয়ে পাসপোর্ট ছাড়াই ভারত থেকে চোরাই পথে এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি কাকডাঙ্গা বিওপির একটি আভিযানিকদল সেখানে অভিযান চালায়।
এসময় সেখানকার সোনাই নদীর পাড় থেকে উক্ত বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। তিনি আরো জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটক বাংলাদেশী নাগরিককে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply