অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত থেকে দুই শিশুসহ এক নারীকে আটক করেছে বিজিবি। সোমবার দুপুরে হিজলদী সীমান্তের সুলতানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, শেরপুর জেলার নওখোলা উপজেলার শিকদারপাড়া গ্রামের মনির হোসেনের মেয়ে মোছাঃ মনিকা খাতুন (২১) ও তার বোন মোছাঃ রিতু আক্তার সুমাইয়া (১৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মহিষপুর গ্রামের মোহন মিয়ার মেয়ে মোছাঃ মরিয়ম আক্তার জুলি (১৫)।
বিজিবি জানায়, কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী বিনাপাসপোর্টে অবৈধভাবে প্রতিবেশী দেশ ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হিজলদী বিওপির হাবিলদার তিমথি চাকমার নেত্বেত্বে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় হিজলদী সীমান্তের সুলতানপুর এলাকা থেকে উক্ত দুই শিশুসহ এক নারীকে আটক করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply