অভিনব কায়দায় শরীরের সঙ্গে ফেনসিডিল বেঁধে পাচারকালে যশোরে মো. ইয়াসিন আরাফাত (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শার্শা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইয়াসিন আরাফাত বেনাপোল পোর্ট থানা এলাকার বালুণ্ডা গ্রামের মৃত ইয়ামিন গাজীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ইয়াসিনের দেহ তল্লাশি করা হয়। এ সময় তল্লাশিতে বিশেষ কৌশলে তার শরীরের সঙ্গে বেঁধে রাখা ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান দৈনিক অধিকারকে বলেন, ‘মাদক আইনে মামলা দিয়ে আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’
Leave a Reply