অশ্রুসিক্ত বিদায় : শ্রদ্ধা-ভালোবাসায় চিরসমাহিত জুনাইদ হোসেন লস্কর

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৪
অশ্রুসিক্ত বিদায় : শ্রদ্ধা-ভালোবাসায় চিরসমাহিত জুনাইদ হোসেন লস্কর

সাতক্ষীরার স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘লস্কর গ্রুপ’-এর স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী, এসপি গোল্ডেন লাইন পরিবহনের পরিচালক মোঃ জুনায়েদ হোসেন লস্কর বায়রনের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (০৯ ফেব্রুয়ারি) যোহরের নামাজ শেষে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

 

জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতি, বিশিষ্ট ব্যবসায়ী ডা.আবুল কালাম বাবলাসহ বিভিন্ন সামাজিক, বাণিজ্যিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। সেসময় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ বায়রন লস্করের জানাজা নামাজে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। অশ্রুসিক্ত নয়নে তাকে চিরবিদায় জানান তারা।

 

 

এর আগে, শনিবার (০৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ০১টার দিকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)।

তিনি কাটিয়া লস্কর পাড়ার মৃত শাহাদাৎ হোসেন লস্করের মেজ ছেলে এবং কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের ভাইপো। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

 

তার অপর দু’ভাই বড়ভাই মোঃ জাবিদ হোসেন লস্কর ও ছোট মোঃ জাকির হোসেন লস্কর শেলী। তারাও সুনামধন্য ব্যবসায়ী।

 

জানাজা নামাজ শেষে মোঃ জুনায়েদ হোসেন লস্কর বায়রনকে সাতক্ষীরা শহরের কাটিয়া লস্কর পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি (রোববার) রাত সাড়ে আটটার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত রোগে শেষ নিশ্বাস ত্যাগ করেন মোঃ জুনাইদ হোসেন লস্কর বায়রনের মাতা ফরিদা বানু। এক মাসেরও কম সময়ে একই পরিবারের দুজন সদস্যকে হারিয়ে তাদের পরিবারে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT