আইডিএসইবি’র ৫দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

মাহফিজুল-ইসলাম-আক্কাজ
  • আপডেটের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ১৩৯

ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার বাংলাদেশ (আইডিএসইবি) কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৫দফা দাবী আদায়ের লক্ষ্যে গৃহীত কর্মসুচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে আইডিএসইবি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক তাদের ন্যায় সংগত দাবী আদায়ের সংহতি প্রকাশ করেন এবং তাদের স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবেন বলে জানান। এসময় উপস্থিত ছিলেন আইডিএসইবি জেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি মো. নাসির উদ্দীন, আইডিএসইবি খুলনা বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, আইডিএসইবি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুর রহমান তারেক, উপদেষ্টা আলতাফ হোসেন, অর্থ সম্পাদক মো. বরকত উল্লাহ, মো. হাসানুজ্জামান, সফিকুল ইসলাম, সদস্য আশরাফুল ইসলাম, মো. নাজমুল হাসান প্রমুখ।
আইডিএসইবি কর্মসুচি সমূহ- প্রত্যেক জেলায় আইডিএসইবি’র শুদ্ধাচার সভা, নিজ নিজ কর্মস্থলের অফিস প্রধানের নিকট দাবীনামা উপাস্থাপন এবং সহকর্মীদের নিকট দাবী সম্বলিত লিফলেট বিতরণ, অফিসে পোষ্টার প্রদর্শণ। প্রধানমন্ত্রী বরাবর সংশ্লিষ্ট সকল জেলা প্রশাসকের মাধ্যমে আইডিএসইবি কর্তৃক দাবীনামার আবেদন করা, বিভাগীয় কমিশার (সকল) ও ডিপাটমেন্টাল প্রধানদের নিকট দাবীনামার আবেদন, প্রধানমন্ত্রী বরাবর কেন্দ্রীয় আইডিএসইবি কর্তৃক দাবীনামার আবেদন করা, কারৈা ব্যাজ ধারন, নিজ নিজ কর্মস্থলে অফিস সময়ের অতিরিক্তি এক ঘন্টার বেশি অবস্থান করে সেবা গ্রহীতাকে সেবা প্রদান করা, নিজ নিজ কর্মস্থলে এক ঘন্টা কলম বিরতী, নিজ নিজ কর্মস্থলে দুই ঘন্টা কলম বিরতী, ০৫ ডিসেম্বর/ ২০১৯ তারিখের মধ্যে ন্যায় সংগত সকল দাবী বাস্তবায়ন না হলে ০৭ ডিসেম্বর/২০১৯ তারিখ পরবর্তী কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT