ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার বাংলাদেশ (আই.ডি.এস.ই.বি) কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে গৃহীত কর্মসুচির অংশ হিসাবে সাতক্ষীরায় শুদ্ধাচার সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় আই.ডি.এস.ই.বি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সদর ভূমি অফিস চত্বরে উক্ত সভা ফুষ্ঠিত হয়।
সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এমদাদুর রহমান তারেকের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আই.ডি.এস.ই.বি খুলনা বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
সার্ভেয়ার ও সমমানের পদে বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নসহ পাঁচ দফা দাবী জানিয়ে বক্তারা বলেন, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আমাদের দুঃখ কষ্ট দেখে আমাদের ৫ দফা দাবি পুরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আন্দোলনের মধ্যেও আমরা ভূমি সেবায় কেউ যেন হয়রানী না হয় সে দিকে লক্ষ্য রেখে জনগণের ভূমি সেবা দিয়ে যাচ্ছি। বক্তারা এ সময় তাদের কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৫ দফা দাবী পুরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসুচি চালিয়ে যাবেন বলে জানান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আই.ডি.এস.ই.বি সাতক্ষীরা জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দীন, হাসানুজ্জামান, সফিকুল ইসলাম, উপদেষ্টা আলতাফ হোসেন, অর্থ সম্পাদক মো. বরকত উল্লাহ, সদস্য আশরাফুল ইসলাম, নাজমুল হাসান প্রমুখ।
Leave a Reply