শিরোনাম :
সাতক্ষীরার আসিফসহ যারা শহীদ হয়েছেন তাদের অবদানের কথা ভুলে গেলে হবে না : আসিফ মাহমুদ কু প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিবন্ধী নারীর স্বামীকে মারপিটের অভিযোগ! ভারতে ট্রাভেল ডকুমেন্ট ‘পেয়েছেন’ শেখ হাসিনা বিচারাধীন ৬ লাখ: থমকে আছে চাঞ্চল্যকর মামলার বিচারও বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম বিপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১২ ক্রিকেটার কারা? দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান সাতক্ষীরায় আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন সাতক্ষীরায় স্থানীয় জাতের ব্যতিক্রমধর্মী বীজমেলা দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব

আওয়ামী লীগের মতো আচরণ করলে কি আমরা টিকতে পারবো: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫
দেবহাটায় ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আমরা যদি আওয়ামী লীগের মতো আচরণ করি, তাহলে এ বিজয়ের সমস্ত সুফল আমরা হারিয়ে ফেলবো। আওয়ামী লীগের মতো আচরণ শুরু করলে কি আমরা টিকতে পারবো?’

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা মাদ্রাসা মাঠে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ক্ষমতাচ্যুত হাসিনা সরকার এবং তার দোসরদের বিচারের দাবিতে এক জনসভায় এসব কথা বলেন তিনি।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, ‘গত ১৫-১৬ বছরে আমরা অনেক কষ্ট পেয়েছি। স্বৈরশাসক হাসিনা তীব্র ছাত্র-গণবিক্ষোভের মুখে হেলিকপ্টারে করে পালিয়েছেন। এ থেকে প্রমাণ হয়, সীমা লঙ্ঘন করলে তার রক্ষা নেই। যারা দাপট দেখিয়ে শাসন করতো, তাদের প্রধান ভারতে পালিয়েছে। যারা আমাদের জেলে দিতো, তারাই এখন জেলে ঢুকছে। এ আমরা শিক্ষা নিই, আল্লাহর নির্দেশের বাইরে কিছু সম্ভব না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে হাস্যরস করে তিনি বলেন, ‘ওবায়দুল কাদের নাকি পালাবেন না! এখন তিনি কোথায়? আসেন, আমার বাসায় নাকি আশ্রয় নেবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আস্তে আস্তে স্বৈরাচারের নতুন নতুন অপকর্মের তথ্য ফাঁস হচ্ছে। ক্যান্টনমেন্টের ভেতর “আয়নাঘর” বানিয়েছে। ব্রিগেডিয়ার আজমীকে সেখানে রেখেছিল। ইলিয়াসের পরিবারের সদস্যরা কী করবেন তা তারা জানেন না। রুহের মাগফেরাত কামনা করবেন নাকি তার জীবিত ফেরার অপেক্ষা করবেন– কোনও কিছুই তারা বুঝে উঠতে পারছেন না।’

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘হিন্দু সম্প্রদায়কে রক্ষা করা আমাদের দায়িত্ব, আমাদের আমানত। আমরা যেন তার খেয়ানত না করি। আমাদের জীবন দিয়ে হলেও আমানত রক্ষা করতে হবে। হিন্দু সম্প্রদায় যেন উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে পারেন, সেটি অতন্দ্র প্রহরীর মতো উপস্থিত থেকে আপনাদের নিশ্চিত করতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তারেক রহমান আমাদের সবাইকে ঐক্যবদ্ধ রেখেছেন, সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। যে বিজয় এসেছে তা হেলায় হারাবেন না। ভারতের সঙ্গে আমরা ভালো প্রতিবেশীর মতো থাকতে চাই, কিন্তু অন্যায় হলে আমরা প্রতিরোধ করতে পিছপা হবো না।

বিএনপি মহাসচিব এরপর বালিয়াডাঙ্গি ও রুহিয়ায় পৃথক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে হরিপুর সভাস্থল ত্যাগ করেন।

হরিপুর উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরীফ হোসেন, ড্যাব মহাসচিব ডা. আব্দুস সালামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT