আজ ক্রোক করা হবে বেনজীরের আলিশান বাংলো

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৬৩
আজ ক্রোক করা হবে বেনজীরের আলিশান বাংলো

সাবেক আইজিপি বেনজীর আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত বাংলো বাড়ি আদালতের নির্দেশে ক্রোক করা হবে। শনিবার (৬ জুলাই) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম ক্রোক করবে। দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জের কার্যালয়ের উপ-পরিচালক মইনুল হাসান রওশানী বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা গেছে, বাড়ির সামনে আব্দুল্লাহ নামে এক যুবক দাঁড়িয়ে আছেন- তিনি নিজেকে কেয়ারটেকার হিসেবে পরিচয় দিয়েছে। বাড়িটি সাবেক আইজিপি বেনজীর আহমেদের বলে জানিয়েছেন। তবে অনুমতি না থাকায় তিনি বাড়িতে কাউকে প্রবেশ করতে দেননি। এমনকি বাড়ির ভেতরের নানা বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন। তবে বাড়িটি ক্রোক করার বিষয়ে তিনি অবগত আছেন।

আজ ক্রোক করা হবে বেনজীরের আলিশান বাংলো

স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকায় আনন্দ হাউজিং সোসাইটিতে কৃত্রিম লেক রয়েছে। লেকের পাশে ২৪ কাঠা জায়গাজুড়ে লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়ি।

 

এই বাড়ির মালিক পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। আট বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে এক কোটি ৮৩ লাখ টাকায় ৫৫ শতাংশ জায়গা কেনেন তিনি। পরে বছর চারেক আগে এই জমিতে ওই বাড়ি করেন।

দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জের কার্যালয়ের উপ-পরিচালক মইনুল হাসান রওশানী বলেন, আজকে বাড়িটি ক্রোক করা হবে। আমাদের টিম রূপগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT