বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি নভেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশে সাময়িকভাবে প্রবেশ বন্ধ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নাগরিকদের।
করোনা মোকাবিলায় সরকারের পূর্ব ঘোষিত এ সিদ্ধান্ত আজ সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টা থেকে কার্যকর হচ্ছে। ফলে দুপুরের পর থেকে কোনো বিদেশি এয়ারলাইনস যদি ইউরোপীয় যাত্রী নিয়ে আসে, তাহলে তাদের ফেরত পাঠানো হবে।
বিষয়টি নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, ১৬ মার্চ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত ১৬ দিন যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোনো দেশের যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট সব দেশ ও এয়ারলাইনসকে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। তারপরও কোনো এয়ারলাইনস যাত্রী নিয়ে এলে সংশ্লিষ্ট এয়ারলাইনস ব্যয় বহন করবে, তাদের ফিরিয়ে দেওয়া হবে।
Leave a Reply