আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নতুন জার্সি পড়ে খেলতে নামবে সাকিব-মুশফিকরা। ওয়ানডে ও টি-টুয়েন্টির মতো টাইগারদের টেস্ট জার্সিতেও থাকবে নাম ও নম্বর।
টেস্টে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের মাধ্যমে শুরু হয় টেস্টের বিশ্বকাপ খ্যাত এ টুর্নামেন্ট। এ টুর্নামেন্টের মাধ্যমেই ক্রিকেটপ্রেমীরা প্রথমবারের মতো টেস্ট জার্সিতে নাম ও নম্বর দেখতে পায়।
আইসিসির সর্বশেষ সভায় টেস্ট জার্সিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় আইসিসি। ফলে ১৪২ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো নাম ও নম্বর যুক্ত জার্সি পড়ে খেলতে নামে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজও টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের প্রথম ম্যাচ খেলতে নামে নাম ও নম্বর যুক্ত জার্সি পরে।
চট্টগ্রামে ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সফরকারী আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামবে। তবে আফগানরা টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা নয়টি দলের বাইরে থাকায় এ টেস্টটি চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বিবেচিত হবে না। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও এ টেস্টে নতুন জার্সি পরেই খেলতে নামবে টাইগাররা। মঙ্গলবার (৩ আগস্ট) সাকিব-মেহেদিদের নতুন জার্সি উন্মোচন করা হয়। ক্রিকেটারদের নাম ও নম্বর যুক্ত এ নতুন জার্সির ছবি বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোষ্ট করে।
Leave a Reply