চট্টগ্রামে টেস্ট ক্রিকেটের নবাগত দল আফগানিস্তানের কাছে একমাত্র টেস্টে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে ২২৪ রানের জয় তুলে নেয় আফগানিস্তান।
ম্যাচ শেষে দলের এমন হারের কারণ ব্যাখ্যা করেন পরাজিত অধিনায়ক সাকিব আল হাসান। দলের আরও পরিশ্রম প্রয়োজন উল্লেখ করে সাকিব বলেন, ‘আমার মনে হয়ে আফগানিস্তানের বোলিংয়ের তুলনায় আমাদের ব্যাটসম্যানরা বেশ দুর্বল ছিল। ভালো করতে হলে, আমাদের আরও অনেক কঠোর পরিশ্রম করতে হবে।’
এছাড়া এ ম্যাচের দুঃসহ স্মৃতি তার দল ভুলে যেতে চায় বলেও জানান তিনি। সাকিব বলেন, ‘এই ম্যাচের দুঃসহ স্মৃতি ভুলে যেতে চায় তার দল।’
বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলছে ২০ বছর ধরে। অন্যদিকে নিজেদের তৃতীয় টেস্ট খেলতে নেমেছে আফগানরা। তবুও পারফরম্যান্সে পুরো টেস্টেই আধিপত্য বিস্তার করে খেলেছে রশিদ খানরা। জয়ে আফগানদের কৃতিত্ব দিয়ে সাকিব বলেন, ‘২০ বছর ধরে ক্রিকেট খেলেও আমরা এখনো শিখছি, এমনটা বলার সুযোগ নেই। তবে আমরা অনেক দিন পর টেস্ট খেলতে নেমেছি। তবে এই জয়টা আফগানিস্তানেরই প্রাপ্য ছিল।’
এ টেস্ট ভুলে গিয়ে সামনের ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে নজর দিতে চান সাকিব। তিনি বলেন, ‘আমরা এই ম্যাচটা যত দ্রুত সম্ভব ভুল যেতে চাই। মনোযোগ দিতে চাই আসন্ন টি-টুয়েন্টি সিরিজে। আফগানরা ছোট ফরম্যাটে আরও বেশি শক্তিশালী। সামনের বছর শুরু হচ্ছে বিশ্বকাপ (২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ)। তাই আমরা টি-টুয়েন্টি ক্রিকেটকে আরও বেশি গুরুত্ব দিতে চাই।’
Leave a Reply