আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের একটি নিরাপত্তা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। খবর ‘আল-জাজিরা’।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২১ মার্চ) ভোরে ওই হামলা চালানো হয়। নিরাপত্তা ঘাঁটিটির অবস্থান দক্ষিণাঞ্চলের জাবুল প্রদেশে।
জাবুল প্রদেশের গভর্নর রাহমাতুল্লাহ ইয়ার্মাল বলেছেন, কিছু অনুপ্রবেশকারী ঘুমন্ত সৈনিকদের ওপর হামলা চালিয়ে ওই হত্যাকাণ্ড ঘটায়।
জাবুল প্রদেশের প্রাদেশিক পরিষদের প্রধান আত জান হক বায়ান বলেছেন, এই হামলায় আফগানিস্তানের সেনাবাহিনীর ১৪ এবং পুলিশ বাহিনীর ১০ জন সদস্য প্রাণ হারিয়েছেন।
এ দিকে এখন পর্যন্ত কোনো দেশ কিংবা সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, তালিবানরাই এই হামলা চালিয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছে তালিবানরা। শান্তিচুক্তির পর এটাই আফগানিস্তানে সবচেয়ে বড় হামলার ঘটনা।
Leave a Reply