শিরোনাম :
দেবহাটায় প্রথম ফাজিল স্নাতকের অনুমোদন পেল সখিপুর আলিম মাদ্রাসা শেখ হাসিনা মাফিয়া রাষ্ট্রব্যবস্থা কায়েম করে হাবিবকে ৭০ বছরের সাজা দিয়েছিল : রিজভী আল্লাহর দেওয়া বিধানের মধ্যেই মানুষের কল্যান নিহিত : ইজ্জত উল্লাহ চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার প্রধান আসামী লাল্টু গ্রেপ্তার সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড গুলি জব্দ সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস পালিত জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবের নেতৃত্বে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন দখল! দেবহাটায় ২১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবস পালিত উজানে ভারী বৃষ্টি, দেশের প্রায় সব নদীর পানি বাড়ছে

আবরার মুখ খুলেনি বলে মাথা খারাপ হয়ে গিয়েছিল!

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ১৯৪
আবরার হত্যাকাণ্ডে জড়িত মামলার এজহারমুক্ত আসামি অনিক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলে সেদিন কতটা নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল আবরার ফাহাদকে এবার তা ফুটে উঠেছে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মামলার এজাহারভুক্ত আসামি অনিক সরকারের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে।

জবানবন্দিতে অনিক বলেন, ‘৪-৫ দিন আগে থেকেই ফাহাদ আমাদের টার্গেটে ছিল। রবিবার (৬ অক্টোবর) আবরার গ্রামের বাড়ি থেকে আসায় আমরা সিদ্ধান্ত নেই সন্ধ্যার পর তাকে ২০১১ নম্বর কক্ষে ডাকা হবে। রাত ৮টার পর ফাহাদকে ওই কক্ষে ডাকা হয়। সঙ্গে তার মোবাইল ল্যাপটপটি আনা হয়।

তিনি বলেন, ফাহাদকে ২০১১ নম্বর রুমে নিয়ে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু ফাহাদ চুপ ছিল। একপর্যায়ে তার মোবাইল ও ল্যাপটপ ঘেটে আমরা উসকানিমূলক কিছু তথ্য পাই। এরপর মারধর শুরু হয়।

ফাহাদ হত্যার জেরে ছাত্রলীগ বুয়েট শাখার তথ্য ও গবেষণা সম্পাদক পদ থেকে বহিষ্কৃত অনিক ঘটনার রোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে বলেন, প্রথমে চরথাপ্পড় মারে মেহেদি এরপর আমি কিলঘুসি দেই। ইফতিও চরথাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে সামসুল আরেফিন ক্রিকেট স্টাম্প নিয়ে আসে। আমি স্টাম্প দিয়ে ফাহাদের পায়ে পেটাতে থাকি।

“ওর দু’হাত টান টান করে স্টাম্প দিয়ে পেটাতে থাকি। ফাহাদ তখন চিৎকার করে কাঁদতেও পারেনি। অন্যরা ওর মুখ চেপে ধরে রেখেছিল। এভাবে থেমে থেমে ইফতি, জিয়ন ও আমি একই কায়দায় পেটাতে থাকি ফাহাদকে।”

তিনি আরও বলেন, এভাবেই মার চলছিল রাত সাড়ে ১০টা পর্যন্ত। এরপর ফাহাদকে কক্ষে রেখে দিয়ে ইফতি, জিয়ন ও আমিসহ অন্যরা ক্যান্টিনে খেতে যাই। খাবার খেয়ে ফিরে এসে দেখি ফাহাদ মেঝেতে পড়ে আছে এবং বমি করেছে। তবে তখন বুঝতে পারিনি। আমি ভেবেছি, ভান করছে। তাই আবার স্টাম্প দিয়ে পেটাই। মেঝের ওপর উপুড় হয়ে শুয়েছিল ও। সেই অবস্থাতেই আবরারের পিঠে প্রায় আধাঘণ্টা স্টাম্প দিয়ে পেটাই।

“একপর্যায়ে আবরার নিস্তেজ হয়ে পড়লে আমি বলি ফাহাদকে গোসল করিয়ে হাতে-পায়ে মলম লাগিয়ে দেওয়ার জন্য। এ সময় আবরার দ্বিতীয়বার বমি করে। তখন আবরারের কক্ষ থেকে তার কাপড়-চোপড় নিয়ে আসে একজন।”

অনিক বলেন, এরপর আবরারকে ওই কক্ষ থেকে বের করে পাশের ২০০৫ নম্বর কক্ষে নেওয়া হয়। ওই কক্ষে আবরার আবারও বমি করে। মেহেদী তখন আবরারকে পুলিশের হাতে দেওয়ার জন্য নিচে নামাতে বলেন।

“তখন আমি, জেমি, মোয়াজ ও শামীমসহ ৩-৪ জন তাকে কোলে করে সিঁড়িঘরের পাশে নিয়ে যাই। এরও পরে পুলিশ ও চিকিৎসকদের খবর দেওয়া হয়। চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।”

“আমাদের উদ্দেশ্য ছিল শিবির শনাক্ত করা। কিন্তু ফাহাদ মুখ খুলেনি বলেই আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। ফাহাদ মারা গেছে আমরা বুঝতে পারিনি। এ ঘটনায় আমি অনুতপ্ত।” রেকর্ডকৃত জবানবন্দিতে এভাবেই বলেন অনিক।

গত ৬ অক্টোবর আবরার খুন হওয়ার পরপরই ওই রাতে বুয়েট ক্যাম্পাস থেকে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে অনিকও ছিলেন। বুয়েট ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পঞ্চদশ ব্যাচের শিক্ষার্থী। গ্রেফতারের পর এ ১০ জনের সঙ্গে অনিককেও পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। জবানবন্দির পর অনিক সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

শনিবার (১২ অক্টোবর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া জবানবন্দিতে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করার দায় স্বীকার করে ঘটনার দিনের বর্ণনা দেন চাঞ্চল্যকর এ হত্যামামলার অন্যতম আসামি অনিক সরকার। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের প্রেক্ষিতে শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম তার (অনিক সরকার) জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অনিক সরকার রাজশাহীর মোহনপুর উপজেলার বড়ইকুড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, অনিক সরকার ওরফে অপু ছোট থেকেই মেধাবী ছাত্র। তিনি মোহনপুর কেজি স্কুল থেকে ৫ম শ্রেণিতে বৃত্তি পেয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হোন। এরপর ৮ম শ্রেণিতেও বৃত্তি পান তিনি। ২০১৩ সালে একই বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পাস করেন তিনি। এরপর ঢাকার নটরডেম কলেজ থেকে ২০১৫ সালে জিপিএ ৫ পেয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হয় অনিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT