বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার সাথে সম্পৃক্ততার অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর থেকে শামীম বিল্লাহ (২১) নামের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ইছাপুর খানপুর গ্রাম থেকে ডিএমপি’র ডিবি পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।
শামীম ওই গ্রামের আমিনুর রহমান বাবলুর ছেলে। সে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নেভাল আর্কিটেকচার বিভাগের ২য় বর্ষের ছাত্র। আবরার হত্যাকাণ্ডের পর সে পালিয়ে তার বাড়িতে চলে আসে বলে জানা গেছে।
শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান মোল্যা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিএমপি ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ঢাকার পথে রওয়ানা হয়েছেন বলে জানতে পেরেছি। এর বেশী কোনো তথ্য আমার কাছে নেই।
Leave a Reply