বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনায় শামীম বিল্লাহকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
রবিবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এ রিমান্ড মঞ্জুর করেন। এ দিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির লালবাগ জোনের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান শামীমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান।
শামীম বিল্লাহ বুয়েটের মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচে পড়েন। তার বাড়ির সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইছাপুর গ্রামে। তার বাবা আমিনুর রহমান। ডিবি পুলিশ শুক্রবার (১১ অক্টোবর) বিকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে বিল্লাকে গ্রেফতার করে। তার সাতক্ষীরা হয়ে ভারতে পালানোর পরিকল্পনা ছিল।
প্রসঙ্গত, শনিবার (১২ অক্টোবর) আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার মোয়াজ আবু হুরায়রার (২০) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে শনিবার সকাল ১১টায় উত্তরার ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোয়াজ আবরার হত্যা মামলার ১৪ নম্বর আসামি। তিনি বুয়েটের সিএসই বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী এবং বুয়েট শেরেবাংলা হলের আবাসিক ছাত্র।
গত ৬ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে বুয়েটের শেরে বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। নিহত আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি শের-ই বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।
Leave a Reply