সাতক্ষীরা পৌরসভার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২য় পর্যায় এর আওতায় নির্মাণাধীন ম্যাকাডাম কার্পেটিং পিচের রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শনিবার পথচারী ও এলাকাবাসীর অভিযোগে সরেজমিনে গিয়ে দেখা যায় যে, পৌরসভার সিডিউল অনুযায়ী রাস্তা নির্মাণ করা হচ্ছেনা।
গত ১৭ সেপ্টেম্বর পৌরসভার ০১নং ওয়ার্ডের আমতলা মোড় হতে কাটিয়া টাউন বাজার পর্যন্ত ৫শ৪০ মিটার ৩০ লক্ষ টাকা ব্যয়ে পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। পৌরসভার ০১ নং ওয়ার্ডের টাউন বাজার থেকে আমতলা মোড় পর্যন্ত নির্মাণ কাজে ১০ লক্ষ ৬০ হাজার টাকার উন্নতমানের খোয়া দেওয়ার কথা থাকলেও সেখানে নিম্মমানের খোয়া দেওয়া হয়েছে ৩ থেকে ৪ লক্ষ টাকার।
হ্যারো করে রুলার না করে সেখানে বালি না দিয়ে নিয়ম বহিভূত নামমাত্র রুলার করে রাস্তা তৈরী করা হচ্ছে। খোড়া- খুড়ি করে তলায় বালি দেওয়ার কথা থাকলেও বালি দেওয়া হয়নি। খোয়ার উপরে ২ থেকে ৩ ফুট বালি দিয়ে উঁচু করা হয়েছে এবং খোয়ার পরিমাণে কম দেওয়া হয়েছে। হালকাভাবে রুলার দেওয়া হয়েছে। খোয়া উঠে যাওয়ার ভয়ে রাস্তার দুই মোড়ে দুটি খুটি দেওয়া হয়েছে। যেন যানবাহন না চলে। যানবাহন চললে খোয়া উঠে যাবে।
ম্যাকাডাম কার্পেটিং পিচের রাস্তা নির্মাণ কাজে খোয়ার উপরে বালি দেওয়ার কথা না থাকলেও বালি দিয়েছেন নির্মাণ কাজের ঠিকাদার আশরাফুল কবির খোকন। এমন অনিয়মের মধ্যে রাস্তা নির্মাণ করা হলে রাস্তা বেশিদিন টিকবেনা। সরকারের দেওয়া রাস্তার উন্নয়নের টাকা অনিয়মের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠান। পথচারী ও এলাকাবাসী আবারও দুর্ভোগে পড়বে। এজন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন পথচারী ও এলাকাবাসী।
Leave a Reply