বাংলাদেশের ক্রিকেটে সর্বকালের সেরা অধিনায়ক মনে করা হয় মাশরাফি বিন মর্তুজাকেই। অনন্য নেতৃত্বগুণে দেশের ক্রিকেটকে বদলে দেয়ার বড় কারিগর তিনি। তার সময়েই দেশের ক্রিকেটের বড় বড় সাফল্যগুলো ধরা দিয়েছে।
ভারত, দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় কিংবা আইসিসির আসরে দেশের ইতিহাসের সেরা সাফল্য-সব কিছুতেই হাতের স্পর্শ আছে মাশরাফির। তবে কিংবদন্তিদেরও এক সময় শেষ বলতে হয়। মাশরাফি সেই শেষের পথে চলে এসেছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজই হবে অধিনায়ক মাশরাফির শেষ সিরিজ, আজ (বুধবার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সে কথা জানিয়ে দিয়েছেন। তবে ক্রিকেটার মাশরাফি কি অবসরে যাবেন কি না, সে সিদ্ধান্ত হয়নি।
মাশরাফির প্রশংসা করে পাপন বলেন, ‘সাকিবের মতো বদলি খেলোয়াড় যেমন আমাদের নেই, মাশরাফির মতো অধিনায়কও এই মুহুর্তে আমাদের কাছে নেই। সব সময়ই এটা বলে আসছি।’
পাপন যোগ করেন, ‘এটা মনে রাখতে হবে বাংলাদেশের ক্রিকেট যেভাবে টার্নওভার করে এসেছিল, মাশরাফির অবদানকে অস্বীকার করা যাবে না। তার নেতৃত্ব ছিল অসাধারণ। আবার এটাও মনে রাখতে হবে ওর একটা সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার, ও আর কতদিন খেলবে।’
সেই ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই মাশরাফির অবসরের কথা শোনা যাচ্ছে। পরে শোনা যায়, দেশে এসে কোনো একটি সিরিজ খেলে বিদায় বলবেন। তবে মাশরাফি পরিষ্কার করে কোনো ঘোষণা দেননি।
এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বিশ্বকাপের আগে কথা হয়েছিল, দেশে ফিরে কোন একটা দলের সঙ্গেই খেলে সিদ্ধান্ত নেবে। কিন্তু ফেরার পর দেখলাম ওর মানসিকতা কিছুটা পরিবর্তন হয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে দেখলাম ওর জন্য যে আমরা কিছু একটা ব্যবস্থা করবো, সেটাও সে চায় না। পত্রপত্রিকা পড়ে আমরা জেনেছি, আমাকে ব্যক্তিগতভাবে কিছু বলেনি। ভালো কথা, কিন্তু আমাদের তো একটা সিদ্ধান্ত নিতে হবে। বড়জোড় এক মাস কিংবা দুই মাস, এরপর আমরা বিশ্বকাপকে যে নেতৃত্ব দেবে এমন একজনকে ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্ব দিয়ে দিব।’
Leave a Reply