নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাঙালি জাতি হিসেবে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে আমরা বাঁচাতে পারিনি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের হালিশহরে অবস্থিত ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট (এনএমআই) পরিদর্শনকালে কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজকে আমরা যে প্রকল্পের স্বপ্ন দেখছি তা ৪০ বছর আগেই বাস্তবায়িত হতো।
অনুষ্ঠানের শুরুতে এনএমআই’র অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম প্রতিমন্ত্রীকে স্বাগত জানান এবং ইন্সটিটিউটের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
প্রতিমন্ত্রী এনএমআইতে কম্পিউটার ল্যাব ও এনএমআই মোবাইল অ্যাপ উদ্বোধন করেন।
তিনি একাডেমিক ভবন ও ক্লাশরুম ঘুরে দেখেন। প্রতিমন্ত্রী প্রস্তাাবিত মেরিটাইম ইন্সটিটিউট সম্পর্কে অডিও ভিজুয়াল প্রদর্শনী অবলোকন করেন্এবং তিনি এনএমআই’র কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এ সময়ে খালিদ মাহ্মুদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মেরিটাইম কমপ্লেক্স এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রাম এর সিমুলেটর সংগ্রহ শীর্ষক প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। প্রতিমন্ত্রী এনএমআই প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
Leave a Reply