তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেছেন, ‘আমি সরকারের প্রতিনিধি হিসেবে উপজেলায় দায়িত্ব পালন করছি। আমি যা করছি তালাবাসীর স্বার্থেই করছি।’ বুধবার(১১ সেপ্টেম্বর) দুপুরে তালা প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘খাস খাল উন্মুক্ত, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ, ডেঙ্গু প্রতিরোধে, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় সবই তালাবাসীর স্বার্থে।’
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সাথে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মো. ইকবাল হোসেন বলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তালা কপোতাক্ষ ব্রীজের দু’পাশে ইকোপার্ক নির্মাণের জন্য তাগিদ দিয়েছেন। তালার গোপালপুরে একটি ষ্টেডিয়াম করার প্রচেষ্টাও চলছে। এছাড়া তালা উপজেলাকে একটি পৌরসভা করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জেলা প্রশাসক।
মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন তালা প্রসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম,সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, অর্থ সম্পাদক এমএ ফয়সাল, প্রেসক্লাবের সদস্য মো. নূর ইসলাম,কাজী লিয়াকত, আসাদুজ্জামান রাজু, সেকেন্দার আবু জাফর বাবু প্রমুখ।
Leave a Reply