আমি হঠাৎ করে আওয়ামী লীগের রাজনীতিতে আসিনি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কাজ করি, কাজ করে যাব। আমি কাজের মাধ্যমে তা প্রমাণ করে দেব বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, আমাকে অনেকবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমার তো বেঁচে থাকার কথা নয়, তবুও বেঁচে আছি। বঙ্গবন্ধুর খুনিদের বিরুদ্ধে চট্টগ্রামে লড়েছি, জামায়াত-শিবিরকে উৎখাত করেছি। তা কি নেতৃবৃন্দ অস্বীকার করতে পারবেন? আমি অন্তরে কী ধারণ করি, বাস্তবে কী ভাবি সেটা বিবেচ্য বিষয়। আমি যদি সুন্দর কথা বলি আর অসুন্দর কাজ করি তাহলে মানুষের আস্থা অর্জন করা যাবে না।
সোমবার (২ মার্চ) দুপুরে নগরীর রিমা কমিউনিটি সেন্টারে বিভাগীয় প্রতিনিধি সভায় অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানসহ আরও অনেকে।
Leave a Reply