বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোতে আরও ২১৫টি পুলিশ সুপারের পদ সৃষ্টি করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো নতুন পদ সৃজন সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশের ৬৪টি ইউনিটে নতুন করে পুলিশ সুপারের এই পদগুলো সৃষ্টি করা হয়েছে।
এই ৬৪ ইউনিটসহ পুলিশে মোট পুলিশ সুপারের পদের সংখ্যা এখন বেড়ে হলো ৫৮৪টি।
বাংলাদেশ পুলিশে মোট পদের সংখ্যা (কনস্টেবল থেকে পুলিশ মহাপরিদর্শক পর্যন্ত) ২ লাখ ১২ হাজার ৫২৯টি। নতুন পদ সৃষ্টি পর এখন সেই সংখ্যা হলো ২ লাখ ১২ হাজার ৭৪৪টি।
এই পদ সৃষ্টির বিষয়ে গত বছরের ৩০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ও গত ৬ জানুয়ারি অর্থ বিভাগ সম্মতি দেয়। এছাড়া গত ৪ ফেব্রুয়ারি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি এই পদ সৃজনের বিষয়ে সুপারিশ করেছে।
Leave a Reply