সাতক্ষীরার আশাশুনিতে ঠিকাদারের কাছ থেকে চাঁদা না পেয়ে ৫ শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনার মূল হোতা আবদুস সালাম বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। সে খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের ভাই। বুধবার সন্ধ্যায় আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের একটি মৎস্য সেটের পাশ তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত সোমবার দুপুরে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের মৌলুভি আব্দুল লতিফ কলেজের সড়ক নির্মাণের সময় ঠিকাদারের কাছ থেকে চাঁদা না পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে ৫ শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করেন আশাশুনির মোজাহার আলীর ছেলে বাচ্চুসহ তার সন্ত্রাসী বাহিনীর ৫ সদস্য।
এ ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার উদয় চক্রবর্তী বাদি হয়ে সন্ত্রাসী আব্দুস সালাম বাচ্চুসহ ৫ জনের নামে ওই দিনই আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে, এ মামলার ৪৮ ঘন্টার মধ্যে পুলিশ তাকে গ্রেফতার করায় এলাকার শান্তি প্রিয় মানুষ মিষ্টি বিতরণ করছেন বলে জানা গেছে।
ঠিকাদার তপন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা এলজিইডি প্রকৌশলীর আওতায় খাজরা ইউনিয়নের ঘুঘুমারি থেকে গদাইপুর মেইন সড়ক পর্যন্ত দেড় কিলোমিটার নতুন সড়কের কাজ করতে গেলে স্থানীয় সন্ত্রাসী আব্দুল সালাম বাচ্চু কাজ শুরু থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তার দাবীকৃত চাঁদা না দিলে সেখানে কাজ করতে দেয়া হবেনা বলে নানা ভাবে হুমকি ধামকি প্রদান করেন।
এক পর্যায়ে একাধিক মামলার আসামী সন্ত্রাসী বাচ্চু গত সোমবার দুপুরে তার ক্যাডার বাহিনী নিয়ে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে সেখানে কর্মরত শ্রমিকদের উপর লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা চালিয়ে ৫ শ্রমিককে গুরুতর আহত করেন।
তিনি আরো জানান, তার গ্রেফতারে এলাকায় এখন শান্তি ফিরে এসেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ মামলার প্রধান আসামি রাজাকার পুত্র আব্দুস সালাম বাচ্চুকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply