লীলাপুরষোত্তম ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাপর যুগের শেষ দিকে এই মহাপূণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারি রাজা কংসের কারাগারে বন্দি দেবকি ও বাসুদেবের ক্রোড়ে জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ।
শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে শুক্রবার (২৩ আগস্ট) সকাল দশটায় খাজরা বাজারে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে,ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়,খাজরার পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তীর নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি খাজরা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাজরা বাজার সার্বজনীন দূর্গা মন্দিরে এসে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অরুন কুমার মন্ডল,শিক্ষক মনিন্দ্রনাথ মন্ডল,ব্রজেন চক্রবর্তীসহ খাজরা ইউনিয়নের সকল ভক্তবৃন্দ।
Leave a Reply