আশাশুনির খাজরা ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসাবে পরিস্কার পরিচ্ছন্নতা ও এডিস মশা নিধনের অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (১৫ ই সেপ্টেম্বর) সকাল দশটায় খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের নির্দেশনায় খাজরা ইউপি সচিব বিশ্বজিৎ ঘোষ ও খাজরা ইউনিয়ন ভূমি সহকারি ইয়াসিনুর রহমানের নেতৃত্বে বাড়ি বাড়ি ও বাজারে ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এডিশ মশার বংশ বিস্তারের জায়গা ধংশ করা হয়। বিভিন্ন খোলা পাত্রে যাতে পানি না জমতে পারে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হবে বলে জানা যায়।
এসময় আরও উপস্থিত ছিলেন গ্রাম আদালত সহকারি শহিদুল ইসলাম, ইউপি উদ্যোক্তা ইকবাল হোসেন,ইউপি সদস্য, গ্রাম পুলিশসহ পরিষদ বর্গ।
ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে খাজরা ইউয়িনকে ডেঙ্গু মুক্ত করব। এ ধরনের অভিযান অবহ্যত থাকবে।
Leave a Reply