আশাশুনির খাজরা ইউনিয়নের চেউটিয়া নদীর ফটিকখালী হতে কালকীর স্লুইস গেট পর্যন্ত অবৈধভাবে দেওয়া নেট-পাটা ও বাঁধ অপসারণ করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) সকালে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার নির্দেশে খাজরা ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম এ অভিযান পরিচালনা করেন।
অপসারণকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রামপদ সানা, শামিম রেজা, ইয়াসিন সরদার, পুলিন বিহারী, নিতাই সানা, সোলাইমান গাজী প্রমুখ।
অপসারণ অভিযান চলাকালে বাইনতলা গ্রামের মৃত বাবর আলী মোল্লার দুই ছেলে মাতবর ও শাহজদ্দী মোল্ল্যা, মৃত হাকিম মোল্ল্যার ছেলে হোসেন আলী বাধা দেওয়ার চেষ্টা করে। এলাকাবাসীর চাপের মুখে তারা পিছু হটে।
এ ব্যাপারে খাজরা ইউপি চেয়ারম্যান বলেন, জনগণের সুবিধার জন্য এ অভিযান অব্যহত থাকবে। যতই বাধা আসুক প্রতিহত করা হবে।
Leave a Reply