আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের খাজরা বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন মারাত্বক ঝুকিপূর্ণ বাধটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ই সেপ্টেম্বর) সকালে বাঁধ সংস্কার কাজের উদ্বোধন করেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান এস.এম শাহনেওয়াজ ডালিম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহল হকের সার্বিক প্রচেষ্টায় এ বাঁধটি সংস্কার করা হচ্ছে। ২শ ২০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রশস্ত এ বাঁধটির সংস্কার ব্যায় ধরা হয়েছে দশ লক্ষ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আশাশুনির এসও আবুল হোসেন, আশাশুনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তৌষেকে কাইফু, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল মোড়ল, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, আনারুল ইসলাম, সাইফুল ইসলাম, গণমাধ্যম কর্মী মোস্তাফিজুর রহমান প্রমুখ।
পানি উন্নয়ন বোর্ডের এসও আবুল হোসেন বলেন, বাঁধটি টেকসই ও দীর্ঘস্থায়ী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা বাঁধ ভাঙার আগে সব জায়গায় সংস্কার ও মেরামতের প্রস্তুতি নিয়েছি। বাঁধটি সংস্কারের ফলে অত্র অঞ্চলে ফসলী ও মৎস্য চাষের কৃষকরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে ।
Leave a Reply