আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মঞ্চস্থ হলো যাত্রাপালা ‘মা কেন বন্দী’। খাজরা বাজার ও যুব কমিটির উদ্যোগে দেশীয় সংস্কৃতি ধরে রাখার জন্য একই উপজেলার মহিষাডাঙ্গা তরুন নাট্য সংস্থার শিল্পীরা যাত্রাপালাটি মঞ্চস্থ করে।
শুক্রবার (১১ই অক্টোবর) রাতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার দর্শকদের মাতিয়ে তুলেছেন “মা কেন বন্দী” যাত্রাপালার শিল্পীরা।
এই ঐতিহ্যবাহী যাত্রাপালার শুভ উদ্বোধন করেন আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল। আর্থিক ও সার্বিক সহযোগিতায় ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান এস.এম শাহনেওয়াজ ডালিম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক সাইদার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম কাজল, সমাজ সেবক আনারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ইউপি সদস্য জালাল মোড়ল, রিপন হোসেন, লিটন গাজী, সোলায়মান গাজী প্রমুখ।
‘মা কেন বন্দী’ যাত্রাপালাটি পরিচালনা করেন স্বনামধন্য নাট্য পরিচালক সূর্যকান্ত সরকার । পরিচালক অক্লান্ত পরিশ্রম করে স্থানীয় শিল্পীদরে নিয়ে সাজিয়ে তুলেছেন।
Leave a Reply