অবসরপ্রাপ্ত সেনা কল্যান সংগঠনের সাথে মতবিনিময় করেছে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুস সালাম। সোমবার বেলা ১২টায় বুধহাটা বাজারস্থ বাংলাদেশ সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সৈনিক কল্যান সংগঠনের কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সেনা কল্যান সংগঠনের সভাপতি (অবঃ) লেফটেন্যান্ট শফিকুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুস সালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আপনারা দেশ ও জাতির গর্বিত সন্তান। আপনারা সারা জীবন দেশ ও জাতির কল্যানে নিবেদিত ছিলেন। আমি আপনাদের সহযোগীতা নিয়ে এ উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, দূর্ণীতিসহ সকল প্রকার অন্যায় অপরাধ দমনের অভিযান অব্যহত রেখেছি। এ উপজেলার কোন অপরাধীকে অপরাধ করে মাথা উচু করে দাড়াতে দেওয়া হবে না।
অবঃ সার্জেন্ট আব্দুল আলিমের সঞ্চালনায় মতমিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অবঃ সার্জেন্ট আব্দুল গফ্ফার, সাংগঠনিক সম্পাদক অবঃ সার্জেন্ট ইউনুচ আলী, অর্থ বিষয়ক সম্পাদক সিরাজ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিএম শহিদুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার (এভিয়েশন) আনিছুর রহমান, আবুল কালাম, কুরবান আলী, সদস্য অবঃ সার্জেন্ট আব্দুল হাই, আবুল কাসেম, জিএম রফিকুল ইসলাম, আবুল হাসেম, আহসানুর রহমান, আব্দুল বারী, অবঃ পুলিশ সার্জেন্ট বরকতউল্লাহ পাড়, অবঃ কর্পোরাল এম এ মুনছুর প্রমুখ।
Leave a Reply