করোনা ভাইরাসের প্রভাব পড়েছে বিশ্বের ক্রীড়াঙ্গনে। করোনা আতঙ্কে ইতালিতে দর্শকশূন্য মাঠে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। এবার সেই আতঙ্কে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সবধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইতালির শীর্ষ ক্রীড়া সংস্থা।
দেশটির স্পোর্টস ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করে ইতালির জাতীয় অলিম্পিক কমিটি (সিওএনআই) সোমবার (৯ মার্চ) এক বিবৃতিতে জানায়, তারা এ বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে বলেছে।
করোনার কারণে রুদ্ধ ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। সে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও।
ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ার কারণে দেশটির লোম্বারদিয়া অঞ্চলের ১৪টি প্রদেশকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে লোম্বারদিয়া অঞ্চলের বিভিন্ন শহরের প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষকে।
Leave a Reply