ইনতেফা বালাইনাশক কোম্পানি কর্তৃক সারাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা টেরিটোরিতে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অগস্ট) সকালে সাতক্ষীরা সদরের ডিবি ইউনাইটেড হাইস্কুল চত্বরে ইনতেফার সৌজন্যে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ কর্মসূচিতে প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা এরিয়ার এরিয়া ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় পরিবেশক মো. মোখলেসুর রহমান। এসময় ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply