বিশ্বের বিভিন্ন দেশের মতো করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে ইসরায়েলেও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত রোগী বেড়েছে ৪০ শতাংশ। বুধবার (১৮ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটর জানায়, ইসরায়েলে এখন পর্যন্ত ৪২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৩ জন। যদিও এ পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে কেউ মারা যায়নি।
করোনা প্রতিরোধে নাগরিকদের গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। এজন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে তারা। প্রযুক্তির সাহায্য নিয়ে নাগরিকদের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ইসরায়েলে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে প্রতিদিন ৩ হাজার করোনা টেস্টের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ইসরায়েলের করোনা পরিস্থিতি নিয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মোশে বার সিমন তভ বলেন, আমরা এমন একটি পরিস্থিতিতে পৌঁছেছি যেখানে প্রতিদিন শত শত মানুষ রোগীতে পরিণত হচ্ছে। এই সংখ্যা বাড়ছেই। বর্তমানে আমাদের করোনা আক্রান্ত রোগী আছে ৪২৭ জন। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
এ দিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে এখন পর্যন্ত ৪৪ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। অন্যদিকে ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকায় এ পর্যন্ত কোনো আক্রান্তের খবর পাওয়া যায়নি।
Leave a Reply