শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, বর্তমান সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছে পাশাপাশি উচ্চ শিক্ষার হার বাড়ানোর জন্য নানা পদক্ষেপ হাতে নিয়েছে।
রবিবার (১ মার্চ) দুপুরে সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউটরর অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটারে) এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
নওফেল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ্বমানচিত্রে বাংলাদেশ স্থান পেতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানেই আজকের এই বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে বেঁচে আছে।
তিনি বলেন, আজ দেশের প্রায় সব মানুষ শিক্ষিত। আর শিক্ষিত জাতিই দেশকে ভালো কিছু উপহার দিতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মকবুল হোসেন, বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খান, নিটারের অধ্যক্ষ ড.মোহাম্মদ মিজানুর রহমানসহ প্রমুখ।
Leave a Reply