চীনের সীমানা অতিক্রম করে এর মধ্যে বিশ্বের প্রায় ১১০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে উত্তর কোরিয়ায় ১৮০ জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দ্য সান। এছাড়া আরও বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
করোনা ভাইরাস নিয়ে শুরু থেকেই বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে আসছে উত্তর কোরিয়া সরকার। এর মধ্যেই সোমবার (৯ মার্চ) দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ১৮০ জন সেনাসদস্যের মৃত্যুর খবরটি প্রকাশ্যে আসে।
খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় মহামারি আকারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ ভাইরাসের কারণে এখন দেশটির সামরিক ও বেসামরিক লোকজনের মনে চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি বিবেচনায় এর মধ্যে ৩ হাজার ৭০০ জন সেনাসদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এ দিকে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ডেইলি এনকের খবরে বলা হয়েছে, এ তথ্য ফাঁস হওয়ার পর উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে কর্মরতদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সে সঙ্গে তথ্য গোপনের অভিযোগ উঠেছে দেশটির নেতা কিম জন উনের বিরুদ্ধে। আর পুরো বিষয়টি দুশ্চিন্তায় ফেলে দিয়েছে কিমকে।
উল্লেখ্য, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪২২ জন। আর করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত ৬৪ হাজার ৮১ জন ব্যক্তি চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Leave a Reply