করোনা ভাইরাস আতঙ্কে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এপ্রিলের শুরুতে নতুন রুটিন দেওয়া হবে।
রবিবার (২২ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের।
এর আগে, শনিবার (২১ মার্চ) এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ স্থগিত করা হয়। প্রবেশপত্র বিতরণ স্থগিতের পর পরীক্ষার উত্তরপত্র বিতরণ স্থগিতের সিদ্ধান্তও গ্রহণ করা হয়।
রবিবার উত্তরপত্রসহ অন্যান্য সরঞ্জাম বিতরণ কার্যক্রম স্থগিত করে এ সংক্রান্ত নোটিশ জারি করে শিক্ষাবোর্ডগুলো। ২২ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত এসব বিতরণের কথা ছিল। বিতরণের তারিখ পরবর্তী সময়ে জানানো হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, সবগুলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে গত বৃহস্পতিবার সভা অনুষ্ঠিত হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির ওই সভায় এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১ এপ্রিল থেকে শুরুর কথা রয়েছে। এবার সারাদেশ থেকে প্রায় ১২ লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।
Leave a Reply