শিরোনাম :
সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৩ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগে জেলা বিএনপির কাছে লিখিত আবেদন রেমিট্যান্সে রেকর্ড, ২৬ দিনে এলো প্রায় তিন বিলিয়ন ডলার ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের রায় ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না: অর্থ উপদেষ্টা বিকাশ-নগদ-রকেটে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করা যাবে রাষ্ট্রের নাম পরিবর্তনে ভেটো দিয়েছে ১২ দলীয় জোট ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা বললেন, ‘জুনে আবার দেখা হবে’ পর্যটক বরণে প্রস্তুত সাজেকসহ রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলো ‘ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারকে দায়ী করার অভিযোগ সত্য নয়’

একাত্তরে নারীদের রক্ষায় অনন্য ভূমিকায় ছিলেন ডা. বদরুন্নাহার

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ১৪৬
একাত্তরে নারীদের রক্ষায় অনন্য ভূমিকায় ছিলেন ডা. বদরুন্নাহার

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে যে কজন নারীর নাম জুড়ে আছে তাদের মধ্যে অন্যতম চাঁদপুরের ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।

মেডিকেলের ছাত্রী হওয়ার সুবাদে ১৯৭১ সালের মহান মুক্তি সংগ্রামে অংশ নেন। ওই সময় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি অংশ নিতেন বিভিন্ন অভিযানে। বিশেষ করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়ে দ্রুত সুস্থ করে তোলাই ছিল তার অন্যতম দায়িত্ব। এছাড়া মুক্তিযুদ্ধে পাক সেনাদের দ্বারা নির্যাতিত নারীদের রক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন তিনি।

এই নারী মুক্তিযোদ্ধা ১৯৫০ সালে কিশোরগঞ্জের অষ্টাগ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে তিনি চাঁদপুরস্থ হাজীগঞ্জের মরহুম অ্যাডভোকেট তাফাজ্জল হোসেন নসু চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

পেশাগত জীবনে তিনি ১৯৭৩ সালে ঢাকা মেডিকেল কলেজে এমও হিসেবে এবং পরে কুমিল্লা মেডিকেলেও এমও হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীকালে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন এবং ১৯৯৯ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত চাঁদপুরের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ আলোকিত করে অবসরে যান।

মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই নারী মুক্তিযোদ্ধাকে ২০১২ সালে স্বাধীনতা পদক দেওয়া হয়। এছাড়া তিনি মুক্তিযোদ্ধা পদক, আন্তর্তাজিক নারী দিবসের সম্মাননা পদকসহ অসংখ্য সম্মাননা পদক লাভ করেছেন।

বিশ্ব নারী দিবসে  তিনি বলেন, নারী অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম রোল মডেল। তাই নারী উন্নয়ন ও সামাজিক উন্নয়নে তার হাতকে আরও শক্তিশালী করতে হবে। এই লক্ষে নারী দিবসে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় নারীদের আরও বেশি সচেতন হওয়া আহ্বান জানান মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই নারী মুক্তিযোদ্ধা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT