জাহিরুল মিলন এক অনন্য প্রতিভার নাম যিনি বিভিন্ন জায়গায় তার প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। এরই ধারাবাহিতায় এবারের একুশে বইমেলা- ২০২০ “বিদ্রোহী ” সাহিত্য পরিষদের প্রকাশনায় তার কবিতা প্রকাশ পেয়েছে।
অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ জাহিরুল মিলনের অনবদ্য কবিতা “স্বাধীনতা রক্ষা আমাদের দায়” প্রকাশিত হয়েছে। এটি একুশে বইমেলায় তার প্রথম কবিতা প্রকাশ।
জাহিরুল মিলন একাধারে শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, কবি ও সমাজ সেবক। ১৯৮৪ সালে তিনি ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন।
বিদ্রোহী সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত ও পদ্মনাভ অধিকারীর সম্পাদনায় বিভিন্ন দেশি বিদেশি স্বনামধন্য লেখক ও কবিদের লেখনি স্থান পেয়েছে এই বিদ্রোহীতে।
জাহিরুল মিলনের কবিতাসহ সকল কবিতায় স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা উঠে এসেছে।এর সাথে সাথে আমরা নিবেদিত বাঙালি স্বরণ করি সেই সব মাটির সূর্যসন্তানদের যারা বিজয়ের জন্য আত্মাহুতি দিয়েছেন। গড়ে দিয়ে গেছেন আমাদের জন্য এক শান্তির নিবাস।
কবিতায় সমৃদ্ধ শব্দের গাঁথুনি, নির্জলা ছন্দের স্পন্দন, উপমার ঔদার্য আর প্রাণবন্ত পঙক্তিমালায় এই প্রাণোজ্জ্বল প্রজ্জ্বলন পাঠক হৃদয়ে ছড়াবে নিঃসন্দেহে ভালোবাসার আকণ্ঠ উত্তাপ এই কামনায় করেন এই কবিতার কবি জাহিরুল মিলন।
Leave a Reply