শিরোনাম :
সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৩ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগে জেলা বিএনপির কাছে লিখিত আবেদন রেমিট্যান্সে রেকর্ড, ২৬ দিনে এলো প্রায় তিন বিলিয়ন ডলার ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের রায় ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না: অর্থ উপদেষ্টা বিকাশ-নগদ-রকেটে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করা যাবে রাষ্ট্রের নাম পরিবর্তনে ভেটো দিয়েছে ১২ দলীয় জোট ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা বললেন, ‘জুনে আবার দেখা হবে’ পর্যটক বরণে প্রস্তুত সাজেকসহ রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলো ‘ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারকে দায়ী করার অভিযোগ সত্য নয়’

এক চার্জে হাজার কিলোমিটার চলবে এই গাড়ি, পাওয়া যাচ্ছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৩
এক চার্জে হাজার কিলোমিটার চলবে এই গাড়ি, পাওয়া যাচ্ছে বাংলাদেশ

ইলেকট্রিক গাড়ি নির্মাতা বিওয়াইডি সিলায়ন লাইনআপের নতুন গাড়ি ‘বিওয়াইডি সিলায়ন ৬’ বাংলাদেশে নিয়ে এসেছে। এই গাড়ির ১৮.২ কিলোওয়াট ব্যাটারি একবার চার্জ করলে তা দিয়ে গাড়িটি ১ হাজার কিলোমিটার চলবে বলে দাবি করেছে বিওয়াইডি।

 

রবিবার রাজধানীর তেজগাঁওয়ে বিওয়াইডি শোরুমে গাড়িটি উন্মুক্ত করেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। তিনি বলেন, “বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশে প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি। এটি প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্ভাবনের সংযোগস্থল, যা উন্নত পারফরম্যান্স, জ্বালানি দক্ষতা ও পরিবেশের ওপর সর্বনিম্ন প্রভাব নিশ্চিত করে। এই গাড়ির উন্মোচন অটোমোবাইল খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে বিওয়াইডির অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন।”

 

অনুষ্ঠানে জানানো হয়, বিওয়াইডি সিলায়ন ৬ এর ‘ওশান অ্যাস্থেটিক্স’-অনুপ্রাণিত নকশা, বিওয়াইডি-এর নিজস্ব ব্লেড ব্যাটারি ও এই খাতের অন্যতম দক্ষ প্রযুক্তির জন্য অনন্য। এর নান্দনিক ডিজাইন ক্রেতাদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। গাড়িটিতে ৬০ লিটার ফুয়েল ট্যাঙ্ক ও ১৮.২ কিলোওয়াট ব্যাটারি রয়েছে। যা সম্মিলিতভাবে ১০৯২ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ বা তারও বেশি প্রদান করতে সক্ষম। এর জিয়াওইয়ুন ১.৫ লিটারের উচ্চ-দক্ষতাসম্পন্ন ইঞ্জিনের মাধ্যমে মাত্র ৮.৫ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার/ঘণ্টা গতি অর্জন করা সম্ভব। এছাড়াও এডিএএস, ৩৬০° এইচডি ক্যামেরা ও ৬টি এয়ারব্যাগের মতো উন্নত নিরাপত্তা প্রযুক্তি গাড়িকে আরও সুরক্ষিত ও নির্ভরযোগ্য করে তুলেছে।

 

গাড়ির ভেতরে রয়েছে – ১৫.৬ ইঞ্চির স্মার্ট রোটেটিং টাচস্ক্রিন, ১০ স্পিকারের ইনফিনিটি প্রিমিয়াম অডিও সিস্টেম, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ও প্যানোরামিক সানরুফ। সিলায়ন ৬ হারবার গ্রে, আর্কটিক হোয়াইট, ডিলান ব্ল্যাক ও স্টোন গ্রে, এই চারটি অনন্য রঙে পাওয়া যাচ্ছে। এটি ইকো, নরমাল ও স্পোর্ট, এই তিনটি ড্রাইভিং মোডে চালানো যাবে। অনবদ্য এ সমস্ত ফিচারের পাশাপাশি, একই প্রাইস রেঞ্জের অন্যান্য গাড়ির তুলনায় এই বিওয়াইডি সিলায়ন ৬ ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভিটি সবচেয়ে সেরা বাছাই হবে।

 

প্রথম ২০০ গ্রাহকের জন্য বিওয়াইডি সিলায়ন ৬ ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি’র খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩.৯ লাখ টাকা। সর্বাধুনিক সব ফিচারের পাশাপাশি ওয়ারেন্টি সুবিধা নিয়ে এসেছে এই গাড়ি। এর মধ্যে রয়েছে ট্র্যাকশন ব্যাটারির জন্য ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার (যেটি আগে আসে) এবং ড্রাইভ ইউনিটের জন্য ৮ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি। অন্যান্য প্রধান যন্ত্রাংশের জন্য ৬ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি। ফিল্টার, ব্রেক প্যাড, টায়ার ও অন্যান্য উপকরণের জন্য ৬ মাস বা ৫,০০০ কিলোমিটার ওয়ারেন্টি সুবিধা। এ সমস্ত ওয়ারেন্টি সুবিধা বিওয়াইডি সিলায়ন ৬-কে বাজারের অন্যান্য গাড়ির তুলনায় আরও বেশি অনন্য করে তুলেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT