করোনার আতঙ্ক এবার ভালোভাবেই ছড়িয়ে পড়েছে দেশের ক্রীড়া অঙ্গনে। এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের সিরিজ, এর আর রহমানের কনর্সাট, আর্চারি চ্যাম্পিয়নশিপের পর এবার স্থগিত হয়েছে দেশের ক্রীড়া প্রতিযোগিতার সবচেয়ে বড় আসর ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষের’ এই আয়োজন আগামী ১ থেকে ১০ এপ্রিল মোট ৩১ ডিসিপ্লিন নিয়ে হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার (১২ মার্চ) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল গেমস স্থগিতের ঘোষণা দিয়েছেন।
গণমাধ্যমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন- অনেক খেলাই স্থগিত করতে হচ্ছে। বাংলাদেশ গেমসেও অনেক লোকসমাগম হবে। তাই এ সময়ে না করে পরে করলেই ভালো হবে। বিওএ এখন বসে সিদ্ধান্ত নেবে, ফের কবে গেমস করা যায়।’
গেল ৮ মার্চ বাংলাদেশে প্রথমবার করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপরই দেশের বিভিন্ন ইভেন্ট নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। অনিশ্চয়তা দেখা দেয় বাংলাদেশ গেমসের নবম আসর নিয়ে। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এরপরই গেমস নিয়ে এই নির্দেশনা দিলেন তিনি।
১ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গেমস উদ্বোধন করার কথা ছিল। প্রস্তুতির কাজ শুরু হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার গেমস স্থগিতের খবর এসেছে।
এদিকে আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা জরুরি সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশেই স্থগিত করা হয়েছে বাংলাদেশ গেমস। গোটা বিশ্বের মতোই করোনা ভাইরাসের প্রভাব পড়ল দেশের ক্রীড়াঙ্গনে। আন্তর্জাতিক ইভেন্ট বাতিলের হিড়িক পড়েছে। এরইমধ্যে বাংলাদেশ গেমসও স্থগিত করতে বাধ্য হলেন আয়োজকরা।’
Leave a Reply