এমপি রবির বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৭৭
বিক্ষোভ সমাবেশে জনতার ঢল।

সাতক্ষীরার দৈনিক পত্রদূত ও দৈনিক কালের চিত্র পত্রিকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা, সদর উপজেলা, পৌর আওয়ামী লীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বেলা সাড়ে ১১টায় শহরের নিউ মার্কেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের সুখে দুঃখে ও উন্নয়নে দুই দুই বার বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি ঐ মহান জাতীয় সংসদে বলেছি আমি জনগণের চাকর। আমার সাতক্ষীরার মানুষ কেন কষ্ট পাবে? সাতক্ষীরার উন্নয়নে এতিমের মত দপ্তরে দপ্তরে গিয়ে সাতক্ষীরারবাসীর অধিকার দাবী জানিয়ে বেশি পরিমাণ অর্থ বরার্দ্ধ এনেছি। যেন আমার সাতক্ষীরার মানুষ ভাল থকে। আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরার সকল সেক্টরের উন্নয়নে কাজ করেছি এবং সব সময় আপনাদের পাশে থেকেছি। আপনাদের ভালবাসায় আমি সিক্ত। তার প্রমাণ আপনারা আজ বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে ১৪টি ইউনিয়ন ও পৌরসভার হাজার হাজার মানুষ ঐ স্বাধীনতা বিরোধী, জামাত-বিএনপির প্রেতাত্বা আওয়ামী লীগের উন্নয়নে বাঁধাগ্রস্থকারী ষড়যন্ত্রকারী দৈনিক পত্রদূত ও দৈনিক কালের চিত্র পত্রিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছেন।

আমি সাতক্ষীরার উন্নয়নে জনগণের জন্য কি করেছি আপনারাই ভাল জানেন। ঐ ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙ্গে সঠিক জবাব আপনারাই দেবেন।’

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘জামাত-বিএনপির প্রেতাত্বা যারা দলে থেকে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাঁধাগ্রস্থ করতে ও দলের ভাবমূর্তি নষ্ট করতে দলীয় এমপির বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশনকারীরা এত বড় দূঃসাহস পায় কিভাবে ?

বক্তারা সরকারের সংশ্লিষ্টদের প্রতি দৈনিক পত্রদূত ও দৈনিক কালের চিত্র পত্রিকার ডিক্লিয়ারেসন বাতিলের দাবী জানান।

বক্তারা আরো বলেন, সাতক্ষীরার সকল অপকর্মের হোতা ভূমিদস্যু চোরাকারবারী সন্ত্রাসীদের মদদদাতা গডফাদার আবু আহমেদ দলে থেকে দলের বিরুদ্ধে অবস্থান নেয় কিভাবে ? লক্ষ লক্ষ টাকা নিয়ে জামাত নেতার পক্ষে তার ছবি পোষ্টার তার পত্রিকায় ছাপায়। সে কোন ধরনের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ মতাদর্শী তা সাতক্ষীরাবাসী জানে। কিভাবে সে অবৈধ পথে কোটিপতি হল ? আদৌ সে প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা তার সঠিক তদন্ত দাবী করে তার সকল সম্পত্তি ও ব্যাংক একাউন্ট জব্দ করাসহ সকল সরকারি ও দলীয় অনুষ্ঠানে তাকে বাদ দেওয়া হোক এবং তাকে দলীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের পদ থেকে বহিস্কারের দাবী জানান বক্তারা।

এসময় দৈনিক পত্রদূত ও দৈনিক কালের চিত্র পত্রিকার ডিক্লিয়ারেসন বাতিলের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন বক্তরা।

বক্তারা বলেন, দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেজুতি জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চিহ্নিত রাজাকার পুত্র এ্যাড. আবুল কালাম আজাদের স্ত্রী। রাজাকারের রক্ত রাজাকারই হয়। সব সময় আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং লোক দেখানোর জন্য স্বাধীনতার স্বপক্ষের মানুষ হওয়ার অভিনয় করেছে। সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে বহিস্কারের দাবী জানান বক্তারা। আর যদি আওয়ামী লীগের শক্তির বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয় তার জবাব দিতে প্রস্তুত সাতক্ষীরার জনগণ।’

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোরশেদ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, প্রাণসায়ের ব্যবসায়ী সমিতির সভাপতি গৌর দত্ত, জেলা তাঁতীলীগের সদস্য সচিব তুহিন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT