পুরো দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। ক্রীড়াঙ্গনেও মুজিববর্ষ উপলক্ষে বছরজুড়েই রাখা হয়েছে নানা আয়োজন। তারই ধারাবাহিকতায় বিসিবিও নানা আয়োজনে পালন করছে মুজিববর্ষ।
মুজিববর্ষ উপলক্ষে গত ডিসেম্বরে বঙ্গবন্ধু বিপিএল নামে বিশেষ বিপিএল আয়োজন করে বিসিবি। আর এ মার্চে তারা আয়োজন করবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ সিরিজের সূচিও চূড়ান্ত করেছে বিসিবি।
ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৮ ও ২১ মার্চ। দুটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আর খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।
চূড়ান্ত সূচি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘মার্চের ১৮ ও ২১ তারিখ শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ দুটি আয়োজন করা হচ্ছে। এশিয়ার বোর্ডগুলোকে ক্রিকেটাররা ফ্রি থাকলে তাদের খেলার জন্য পাঠানোর কথা বলা হয়েছে।’
প্রসঙ্গত, এশিয়া একাদশে পাঁচজন ভারতীয় ক্রিকেটারের খেলার কথা রয়েছে। পাঁচজন ক্রিকেটার দেওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা। তবে কোন পাঁচজন খেলবে সে ব্যাপারে কিছু জানাননি তিনি।
Leave a Reply