যশোর কেশবপুরের সাগরদাঁড়ীর মধুমেলা থেকে হারিয়ে যাওয়া কলেজ ছাত্রীর মোবাইল উদ্ধার করেছে পুলিশ। প্রযুক্তির সহায়তা নিয়ে উপজেলা চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই দীপক দত্ত ও এ এস আই মুরাদের যৌথ নেতৃত্বে অভিযান চালিয়ে গত ১১ ফেব্রুয়ারি পাটকেলঘাটা ঋষি পল্লীর জনৈকের বাড়ি থেকে ঐ হারিয়ে যাওয়া মোবাইলটি উদ্ধার করেন।
উদ্ধারকৃত মোবাইলটি পুলিশ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঐ ছাত্রীর কাছে হস্তান্তর করেছে বলে ক্যাম্প সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, চলতি বছরের ২২ জানুয়ারি সাগরদাঁড়ীতে সপ্তাহব্যাপী মধুমেলা চলাকালীন সময়ে বেড়াতে এসে যশোর উপ-শহর মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী সনিয়া আক্তারের একটি এন্ড্রয়েট মোবাইল হারিয়ে যায়। এঘটনায় ঐ কলেজ ছাত্রী বাদি হয়ে মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনায় সন্দেহজনকভাবে অজ্ঞাতনামাদের নামে কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-৯৩০। তারিখ ২৬-০১-২০২০।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply