মেহেরপুরের গাংনী উপজেলায় এবার এক ব্যতিক্রমী বিয়ে অনুষ্ঠিত হলো। বিয়ের অনুষ্ঠানে কনের বাড়িতে বরযাত্রী যায় কনেকে বিয়ে করে বরের বাড়িতে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসে। কিন্তু এবার এসব রীতি ভেঙে ব্যতিক্রমী বিয়ে হয়ে গেল। বরের বাড়িতে কনেযাত্রী হাজির হয়ে বরকে বিয়ে করে কনের বাড়িতে নিয়ে আসা হলো বরকে। তবে বিষয়টিকে অনেকে স্বাগত জানিয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য আব্দুল মাবুদ বলেন, ‘আগেরকার বিয়ের রীতি ভেঙে এখানে যে ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়েছে তাকে আমি সাধুবাদ জানাই। কারণ, নারী পুরুষের যে বৈষম্য আমাদের সমাজে রয়েছে সেটা দূর হবে যদি এমনভাবে বিয়ে হয়। তাছাড়া বিয়ে বাড়িতে এতোদিন যে কনে পক্ষের একটা বিশাল খরচ হয়ে আসত সেটা দূর হবে।
বরের বাবা ওয়ার্কাস পার্টির নেতা কমরেড আব্দুল মাবুদ জানান, আমি অত্যন্ত খুশি কারণ আমার ছেলের বিয়েতে আমি খরচ করব, এখানে কনে পক্ষের খরচ যাতে না হয় এবং নারী পুরুষের মাঝে যেন কোন বৈষম্য না থাকে এই দিক বিবেচনা করে চিরচারিত রীতির বাইরে গিয়ে বিয়ের ব্যবস্থা করেছি।
কনে চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামের তরিকুল ইসলামের মেয়ে খাদিজা আকতার এ রীতিটাকে স্বাগত জানিয়ে বলেন, পুরুষ শাসিত সমাজে একটি বিয়েতে কনে পক্ষকে অনেক ঝামেলা পোহাতে হয়। এ বিয়ের মাধ্যমে এ রীতিটাকে ভেঙে যে নতুন নিয়মে বিয়ে হচ্ছে এটাকে আমি স্বাগত জানাই।
বর তরিকুল ইসলামও এ নিয়মকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটা একটা আনন্দের খবর যে বরের বাড়িতে কনেযাত্রী এসে বরকে বিয়ে করে কনে। পরে কনের বাড়িতে নিয়ে যাবে সেখানে আবার বউভাত না হয়ে বরভাত অনুষ্ঠান হবে।
Leave a Reply