১৩ দফা দাবি নিয়ে গেল অক্টোবরে উত্তাল হয়ে ওঠে বিসিবি প্রাঙ্গন। পারিশ্রমিক বৃদ্ধিসহ ১৩ দফার মধ্যে বিসিবির কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারের সংখ্যা ৩০ জনে উন্নীত করার দাবি জানিয়েছিলেন ক্রিকেটাররা।
অনেক নাটকীয়তার পর বিসিবি ক্রিকেটারদের অধিকাংশ দাবি মেনে নিলেও কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি রাখেনি বোর্ড। মঙ্গলবার (১০ মার্চ) বোর্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ১৭ ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন। গত বছরও চুক্তিতে ছিলেন ১৭ জন ক্রিকেটার।
আন্দোলনের সময় ক্রিকেটারদের দাবি ছিল বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ জাতীয় দলের খেলোয়াড় সংখ্যা বাড়াতে হবে। সংখ্যাটা অন্তত ৩০ জন করতে হবে। বেতন বাড়াতে হবে। কিন্তু বিসিবি কেবল ১৭ জনের সঙ্গে চুক্তিবদ্ধ হলো।
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহর সঙ্গে যুক্ত হয়েছেন সৌম্য সরকার। রবিবার (৮ মার্চ) বিসিবির ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে ১৬ জনের তালিকায় শুরুতে ছিলেনই না সৌম্য, পরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন ‘ভুল করে’ বাদ পড়েছিলেন এই ব্যাটসম্যান।
Leave a Reply