শিরোনাম :
সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৩ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগে জেলা বিএনপির কাছে লিখিত আবেদন রেমিট্যান্সে রেকর্ড, ২৬ দিনে এলো প্রায় তিন বিলিয়ন ডলার ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের রায় ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না: অর্থ উপদেষ্টা বিকাশ-নগদ-রকেটে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করা যাবে রাষ্ট্রের নাম পরিবর্তনে ভেটো দিয়েছে ১২ দলীয় জোট ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা বললেন, ‘জুনে আবার দেখা হবে’ পর্যটক বরণে প্রস্তুত সাজেকসহ রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলো ‘ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারকে দায়ী করার অভিযোগ সত্য নয়’

কমরেড রওশন আলী’র ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

সংবাদ বিজ্ঞপ্তি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ২০৫
কমরেড রওশন আলী

শহীদ কমরেড রওশন আলী’র ৪১তম মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টায় যশোর সদর উপজেলার ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহীদের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির পক্ষ থেকে মাধ্যমিক স্কুলের শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী পুস্পমাল্য অর্পণ করেন। এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের যশোর জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, অন্যতম নেতা আব্দুর রাজ্জাক মাস্টার, স্কুলের সহকারি প্রধান শিক্ষক বাকী বিল্লাল, এলাকাবাসীর পক্ষে মেজবাহ উদ্দিন প্রমুখ।

সভাটি পরিচালনা করেন জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু।

আলোচকবৃন্দ প্রয়াত শহীদ কমরেড রওশন আলীর শিক্ষা ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার অসমাপ্ত একটি জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সাথে বাংলাদেশকে নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বে আগামী সম্ভাব্য আগ্রাসীযুদ্ধে সম্পৃক্ত করার সকল ষড়যন্ত্র-চক্রান্তকে মোকাবেলায় শ্রমিক-কৃষক-জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

অপরদিকে করোনা ভাইরাস ও ডেঙ্গু সংক্রামণরোধে জনসচেতনা বৃদ্ধি করার জন্য ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

উল্লেখ্য, কমরেড রওশন আলী মার্কিন সাম্রাজ্যবাদ, সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ ও তাদের এদেশীয় দালালদের বিরুদ্ধে শ্রমিকশ্রেণীর মহান আদর্শ মার্কসবাদ-লেনিনবাদকে আকড়ে ধরে একটি শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। তার জন্ম ১৯৫৫ সালে ঘুরুলিয়া গ্রামে। ১৯৭৯ সালের ১২ মার্চ জাসদের গণবাহিনীর হাতে তিনি মাগুরা জেলার শ্রীপুর থানার শ্রীকোল গ্রামের মাঠে নির্মমভাবে নিহত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT