শহীদ কমরেড রওশন আলী’র ৪১তম মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টায় যশোর সদর উপজেলার ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহীদের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির পক্ষ থেকে মাধ্যমিক স্কুলের শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী পুস্পমাল্য অর্পণ করেন। এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের যশোর জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, অন্যতম নেতা আব্দুর রাজ্জাক মাস্টার, স্কুলের সহকারি প্রধান শিক্ষক বাকী বিল্লাল, এলাকাবাসীর পক্ষে মেজবাহ উদ্দিন প্রমুখ।
সভাটি পরিচালনা করেন জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু।
আলোচকবৃন্দ প্রয়াত শহীদ কমরেড রওশন আলীর শিক্ষা ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার অসমাপ্ত একটি জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সাথে বাংলাদেশকে নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বে আগামী সম্ভাব্য আগ্রাসীযুদ্ধে সম্পৃক্ত করার সকল ষড়যন্ত্র-চক্রান্তকে মোকাবেলায় শ্রমিক-কৃষক-জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
অপরদিকে করোনা ভাইরাস ও ডেঙ্গু সংক্রামণরোধে জনসচেতনা বৃদ্ধি করার জন্য ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
উল্লেখ্য, কমরেড রওশন আলী মার্কিন সাম্রাজ্যবাদ, সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ ও তাদের এদেশীয় দালালদের বিরুদ্ধে শ্রমিকশ্রেণীর মহান আদর্শ মার্কসবাদ-লেনিনবাদকে আকড়ে ধরে একটি শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। তার জন্ম ১৯৫৫ সালে ঘুরুলিয়া গ্রামে। ১৯৭৯ সালের ১২ মার্চ জাসদের গণবাহিনীর হাতে তিনি মাগুরা জেলার শ্রীপুর থানার শ্রীকোল গ্রামের মাঠে নির্মমভাবে নিহত হয়।
Leave a Reply